প্রকাশ: ২ অক্টোবর ২০২১ | ৭:১৩ অপরাহ্ণ আপডেট: ২ অক্টোবর ২০২১ | ৭:১৩ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রয়াত সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (০২ অক্টোবর) বাদ আছর নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের উদ্যোগে নবীগঞ্জ শহরতলীর দারুল উলুম মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের কবর জিয়ারত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাহবুবুর রহমান ও কবর জিয়ারত পরিচালনা করেন মাওলানা গৌউস আহমেদ ।
দোয়া মাহফিল স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সহ সভাপতি আশাহিদ আলী আশাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদ ২০১৮ সালের ২ অক্টোবর মারা গেছেন। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।