সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে আমিরাত বিএনপির সাক্ষাৎ

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ | ৪:১২ অপরাহ্ণ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ | ৪:১২ অপরাহ্ণ
নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে আমিরাত বিএনপির সাক্ষাৎ

দুবাই ও উত্তর আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির একটি প্রতিনিধি দল।

সোমবার (১১ নভেম্বর) দুবাই বাংলাদেশ কনস্যুলেটের হলরুমে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এ সময় বিএনপি নেতৃবৃন্দ কনসাল জেনারেলকে উষ্ণ অভিনন্দন জানান।

আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন ও যুগ্ন আহবায়ক আবদুস সালাম তালুকদারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমিরুল ইসলাম এনাম, মোস্তফা মাহমুদ, ইঞ্জিনিয়ার করিমুল হক, নূর হোসেন সুমন, শামসুন নাহার স্বপ্না, নীল রতন দাস, হাজী সেলিম খান, আবুল বাশার, শাহাদাত হোসেন সুমন, শাখাওয়াত হোসেন বকুল, জামালউদ্দিন, প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু ও মজিবুল হক মঞ্সজুহ অনেকে।

এ সময় দেশ ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিএনপি নেতৃবৃন্দ কনসাল জেনারেলের সাথে আলোচনা করেন। মতবিনিময়ে কনসাল জেনারেল আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান। এ সময় কনস্যুলেটের কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইনও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট