পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম রাউজান উপজেলার নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে গত ১৭ এপ্রিল দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। দুবাই ড্রাগন মার্ট সংলগ্ন ইন্টারন্যাশনাল সিটি রাসিয়াস্থ আল মদিনা রেস্টুরেন্ট আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন দুবাই প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম।
নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ও পরিচালনা পরিষদের সিনিয়র সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফরিদের সভাপতিত্বে এবং কাজী মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আজিজ খান, শাহাদাত হোসেন পলাশ, হানিফ সিকদার। স্বাগত বক্তব্য রাখেন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ ও পরিচালনা পরিষদের সিনিয়র সদস্য এম. শাহেদ সরওয়ার।
মোহাম্মদ তামিম আল মারুফের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়। হামদ ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেন মোহাম্মদ হিশাম আল মারুফ।
রমজানের ফজিলত বর্ণনা করে বক্তারা বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাস সারাবছরের সেরা ফজিলতের মাস। এই মাসেই নিহিত আছে লাইলাতুল কদর। কদরের এক রাতের ইবাদত হাজার মাসের ফজিলতের সমান। এজন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করুন।
পরে প্রবাসী এবং বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।