নতুন একটি রাজনৈতিক দল নিয়ে এলেন ভিপি নূর। দলটির নাম গণ অধিকার পরিষদ। নতুন এ দলের আহ্বায়ক হয়েছেন রেজা কিবরিয়া। সদস্যসচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক।
এর আগে দুই দফায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছিল। কিন্তু মিলনায়তন ভাড়া না পাওয়াসহ নানা জটিলতায় অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়। এর মধ্যে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান আরও পিছিয়ে যায়।
নতুন দলের সংগঠকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী সংসদ নির্বাচনে দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে। এর আগে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে সব পক্ষকে নিয়ে রাজপথে আন্দোলন গড়তে চান দলটির শীর্ষস্থানীয় নেতারা।