প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১ | ৭:৪৪ অপরাহ্ণ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ | ৭:৪৪ অপরাহ্ণ

নওগাঁ শহরে একটি পুকুরে ডুবে ভাইবোনসহ চার শিশু প্রাণ হারিয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের আরজি নওগাঁর নামা শিকারপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো নওগাঁ সদরের আরজি নওগাঁ নামা শিকারপুরের টুকু মন্ডলের ছেলে ও মেয়ে ফরহাদ (৫) ও সুরাইয়া (৯); একই পাড়ার আনোয়ার হোসেনর মেয়ে আশা (১১) ও আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮)।
নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, কাদামাটি নিয়ে খেলা করার পর দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। এক পর্যায়ে চার শিশু ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা শিশু পানিতে ডুবে যায়। বাকি দুইজন পাড়েই ছিল। তারা কান্না শুরু করলে লোকজন ছুটে আসে। তাদের উদ্ধার করে বিকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চার জনকেই মৃত ঘোষণা করেন।