শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

ধর্মঘটে বেড়েছে যাত্রী ভোগান্তি : সিদ্ধান্ত রবিবার

প্রকাশ: ৫ নভেম্বর ২০২১ | ৭:৫৫ অপরাহ্ণ আপডেট: ৫ নভেম্বর ২০২১ | ৭:৫৫ অপরাহ্ণ
ধর্মঘটে বেড়েছে যাত্রী ভোগান্তি : সিদ্ধান্ত রবিবার

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে বাস-ট্রাক ধর্মঘট শুরু করেছে বিভিন্ন পরিবহন মালিক সমিতি। আর এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। আটকে যান বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ভতিচ্ছু শিক্ষার্থীরা।

এদিকে আগামী রোববার (৭ নভেম্বর) পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ। পরিবহন মালিক সমিতির দাবির প্রেক্ষিতে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। আগামী রোববার (৭ নভেম্বর) বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যৌক্তিকহারে বাস ভাড়া বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার বিআররিটিএ চেয়ারম্যানের কাছে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। এরপর এই সিদ্ধান্ত নেয় বিআরটিএ।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, রোববার বেলা ১১টায় বিআরটিএ কার্যালয়ে ভাড়া নির্ধারণ সমন্বয় কমিটির বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

সম্পর্কিত পোস্ট