কাতারের রাজধানী দোহার প্রবাসী বাংলাদেশী অধ্যূষিত এলাকা ফিরোজ আবদুল আজিজের মানিকপুর রেস্টুরেন্টের বিপরীতে দোয়া মাহফিলের মধ্যদিয়ে বাংলাদেশি মালিকানাধীন দোহা-বাংলা টাইপিং সেন্টারের যাত্রা শুরু হয়েছে ।
ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দুই তরুণ উদ্যোক্তা মাহবুবুল হক ও জয়নাল আবেদিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ জাহাঙ্গীর। শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উপস্থিত ছিলন বেলাল হোসেন মিয়াজী, আফতাব খোরশেদ, হাসান মুরাদ সুমন ও তাজুল ইসলাম।
প্রবাসী বাংলাদেশিদের কাতার সরকারের হুকুমি সার্ভিসের কাজ, বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সহ অনলাইন সার্ভিসের যাবতীয় কাজ, নতুন কোম্পানী খোলা, কফিল পরিবর্তন, ট্রাফিক জরিমানা প্রদান, জন্য হেল্থ কার্ড, বিভিন্ন অফিসে আরবি, ইংরেজি, বাংলায় আবেদন পত্র লেখা ও অনুবাদ সহ যাবতীয় ডুকুমেন্টারি কাজ করে দেয়ার জন্য প্রস্তুত দোহা-বাংলা টাইপিং সেন্টার।
উদ্যোক্তারা বলেন, অত্র ফিরোজ আবদুল আজিজ এলাকার প্রবাসী বাংলাদেশীরা তাদের অফিসে পরিদর্শন করবেন এবং নিজেদের দাপ্তরিক কাজে দ্রুততম সময়ে নির্ভুল ও কম খরচে করিয়ে নিয়ে আমাদের পাশে থাকবেন।