সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর উদ্যোগে মঙ্গলবার রাতে অনলাইনে একসভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তারা বাংলাদেশের তিন বিমানবন্দরে জরুরি ভিত্তিতে পিসিআর ল্যাব বসিয়ে আটকে পড়া প্রবাসীদের দ্রুত আসার সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ইতিমধ্যে আরব আমিরাতের ৭০টি দেশের ভিজিট ভিসা পুনরায় চালু করার মাধ্যমে অনেক দেশেরই ফ্লাইট চালু করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় হয়তবা আরব আমিরাত বাংলাদেশ থেকে আসা যাত্রীদের ফ্লাইট চালু করেনি। এই বিষয়টি সরকারের মাথায় রাখা দরকার বলেও মনে করেন সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রসাস’র সভাপতি সাইফুল ইসলাম তালুকদার। প্রসাস’র সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নানের সঞ্চালনায় জুম মিটিংয়ে যুক্ত হন সংগঠনের সাবেক সভাপতি মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী, সাবেক সাধারণ সম্পাদক এমএ মুসা, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, মাহাবুব হাসান হৃদয়, ওবায়দুল হক মানিক, আলি রেজা, মোহাম্মদ নুরুল্লাহ খান শাহাজাহান, কবি ওবায়দুল হক, মাহাবুব সরকার, মোহাম্মদ সেলিম, এম এ তাহের ভূঁইয়া, কবি আবু মুছা, কবি মুনির উদ্দিন মান্না ও কবি আবু জাফর প্রমুখ।
- প্রেস বিজ্ঞপ্তি