বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

দুবাই সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪৭ অপরাহ্ণ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪৭ অপরাহ্ণ
দুবাই সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

দুবাই সফরে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইট এ দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মন্ত্রী। সফর শেষে আগামী ৪ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

সফরকালে মন্ত্রী এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের গ্লোবাল বিজনেস সামিটে অংশগ্রহণ করবেন। এ ছাড়া আমিরাতের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দান করবেন। সফরে আমিরাতে দীর্ঘদিন বন্ধ থাকা কর্মী ভিসা ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে করা কূটনৈতিক আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান মন্ত্রী।

সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার আশা ছিল বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্টের কার্যক্রম পুরোপুরি চালু হবে এবং প্রবাসীদের সাথে একই ফ্লাইটে দুবাই যাবো। উড়োজাহাজ সংস্থাগুলোর ফ্লাইট শিডিউল ঠিক না হওয়ার আপাতত সেটা হচ্ছে না। আমি আশা করছি, দু’এক দিনের মধ্যে সকল সমস্যার সমাধান হবে। তখন প্রবাসীরা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন।

সম্পর্কিত পোস্ট