বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দুবাইতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ এপ্রিল) দুবাই শেরে মতিনা রোডস্থ একটি রেস্টুরেন্ট হলরুমে এ আয়োজন করা হয়।
দুবাই যুবদলের সভাপতি ইউনুচ বাচ্ছুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র সাবেক আহবায়ক, দুবাই বিএনপির সাবেক সভাপতি ও মধ্যপ্রাচ্য বিএনপির সাবেক কোঅর্ডিনেটর প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র সহ-সভাপতি সিরাজুল ইমলাম নওয়াব।
দুবাই যুবদলের সাধারণ সম্পাদক মামুন হাওলাদারের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন দুবাই যুবদলের সিনিয়র যুগ্ন-সম্পাদক মোহাম্মদ জলিল।
বিশেষ অতিথির বক্তব্য দেন দুবাই বিএনপি’র সভাপতি ও আমিরাত যুবদলের সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমিরাত যুবদলের সহ-সভাপতি জানে আলম, সহ-সভাপতি ও দুবাই যুবদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন (জিল্লু), আমিরাত যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ্জাহান সজীব, শারজাহ যুবদলের সভাপতি মানিকুল ইসলাম, দুবাই যুবদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি সোহেল মাহমুদ, সহ-সভাপতি বাদল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক, মামুন আলী, সাংগঠনিক সম্পাকদ, শওকত ওসমান, রাস আল খায়মাহ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার, আজমান যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (তাজু), সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম।
বক্তারা বলেন, “বর্তমান অবৈধ সরকার আজ দেশে ভোট অধিকার হরণ করেছেন, “সরকার শুধু উন্নয়নের মুখরোচক কথা বলে কদমে কদমে মিথ্যার বাণী শোনাচ্ছে। তাই আগামীতে বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে হবে গনতন্ত্রের মুক্তি। তাই সকলকে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাবেল আলী যুবদল নেতা শাহাদুল ইসলাম, দুবাই যুবদলের যুগ্ন-সম্পাদক বিল্লাল হাওলাদার, দুবাই যুবদলের যুগ্ন-সম্পাদক আমিনুল ইসলাম পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আব্বাসী, দুবাই যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুবিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, দুবাই যুবদলের অর্থ সম্পাদক লোকমান হাজ্বী, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, সহ-প্রচার সম্পাদক গাজী জাহিদ হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাদিম, আরমার হোসেন, আরিফ মিয়া, মো. উমর হাসান দিপু, মো. নিজাম উদ্দিন, মো. জাফর ইকবাল, মো. ডালিম মিয়া, মো. পারভেজ মিয়া, মো. কবির হোসেন, মো. সবুজ মিয়া, মো. শাহজাহান, মো. দিদার, মো. সজিব মিয়া, নুরুল ইসলাম হাং (নুরু), জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
এতে অংশ নেন আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা শতাধিক বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতাকর্মীরা।