চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার বিকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে উপজেলার ধলই সৈয়দ কোম্পানি ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম মো. শাহাদাত হোসেন (২২)। আগামীকাল শনিবার তার মধ্যপ্রাচ্যের দেশ দুবাই যাওয়ার কথা ছিল।
শাহাদাত ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সরদারপাড়ার মো. শাহাজাহানের ছেলে। ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় মো. শাকিল (১৫) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হন। তিনি একই এলাকার মোহাম্মদ করিমের ছেলে।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহাদাত দুবাই যাওয়ার জন্য শুক্রবার বিকালে চট্টগ্রাম শহরে করোনা টেস্ট করিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফটিকছড়ি ফিরছিলেন।
পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের সৈয়দ কোম্পানির ঘাটা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শাহাদাত ও আরোহী শাকিল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হওয়ার খবর পেয়েছি।