সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

‌‌‌‘আনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন’

দুবাই গাউছিয়া কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ৫ এপ্রিল ২০২২ | ১:১৯ পূর্বাহ্ণ আপডেট: ৫ এপ্রিল ২০২২ | ৩:০২ পূর্বাহ্ণ
দুবাই গাউছিয়া কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা মছিয়ত দৌলা বলেছেন, আল্লাহর সন্তুষ্টি মুমিনের জীবনের লক্ষ্য। আনুগত্যে আল্লাহ সন্তুষ্ট হন, তাই মুমিনেরা ইবাদতে আনন্দ লাভ করেন। মহানবী (সা.) বলেছেন, ‘রোজাদারের জন্য দুটি খুশি; একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়।
সোমবার (৪ এপ্রিল) স্থানীয় আল খালিজ হোটেল হলরুমে আরব আমিরাত (ইউএই) গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
গাউছিয়া কমিটি দুবাই সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওসমান আলীর পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব, পীরে তরিকত আল্লামা মছিয়ত দৌলা। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ ছ.উ.ম আব্দুস সামাদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম বয়ানী,গাউসিয়া কমিটি উত্তর জেলার সাবেক সভাপতি মুফতি জসিম উদ্দিন আল কাদেরী, বিশিষ্ট আলেমে দ্বীন মাহবুবুল হক নুরে বাংলা।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএই গাউছিয়া কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আজম খান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিক, মোঃ কামাল উদ্দিন, ইউএই গাউছিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, হাফেজ জালাল উদ্দিন খান, মাওলানা ফজলুল আজিম, হাফেজ মাওলানা সেকান্দর, মাওলানা সালাউদ্দিন, কাজী মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা হোসাইন, হাজী মোহাম্মদ সেলিম সিআইপি, মাওলানা দিদার, আনছারুল হক, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম তালুকদার, নাসিম উদ্দিন আকাশ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট