শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

দুবাই এক্সপো-২০২৪-এ অংশ নিয়েছে অর্গানিক

প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৮ অপরাহ্ণ আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ | ১০:৪৮ অপরাহ্ণ
দুবাই এক্সপো-২০২৪-এ অংশ নিয়েছে অর্গানিক

বাংলাদেশের প্রথম এবং একমাত্র ইউএসডিএ অর্গানিক সার্টিফায়েড ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্গানিক নিউট্রিশন লিমিটেড দুবাই এক্সপো-২০২৪-এ অংশ নিয়েছে।

‘মিডল-ইস্ট অর্গানিক অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট এক্সপো-২০২৪’ শিরোনামে গত ১৮ থেকে ২০ নভেম্বর দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এই এক্সপোতে ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের অর্গানিক ও প্রাকৃতিক পণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় অর্গানিক নিউট্রিশন লিমিটেড তাদের বিভিন্ন অর্গানিক ফাংশনাল ফুড প্রদর্শন করেছে।

অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর পরিচালক ইফতেখার রশিদ জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা পণ্যগুলো সম্পর্কে ইতিবাচক আগ্রহ দেখিয়েছেন।

‘মধ্যপ্রাচ্যের বাজারে পণ্য বাজারজাত করার জন্য ইতোমধ্যে বেশ কিছু ক্রেতা সম্মতি দিয়েছেন,’ তিনি বলেন।

বাংলাদেশের মানুষের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিতের উদ্দেশ্যে অর্গানিক নিউট্রিশন লিমিটেড ২০২০ সালে যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠানটি ‘কারকুমা’ ব্র্যান্ড নামক বিশেষ ধরনের স্বাস্থ্য সহায়ক ফাংশনাল ফুড উৎপাদন করছে। এর মধ্যে রয়েছে কারকুমা জয়েন্ট গার্ড, কারকুমা অর্গানিক হেলদি গাট এবং কারকুমা ইমিউন প্লাস।

প্রতিষ্ঠানটির পরিচালক জানান, হাড়ের জয়েন্টের যত্নে কারকুমা জয়েন্ট গার্ড ইতোমধ্যে ভোক্তাদের আস্থা অর্জন করেছে। পরিপাকতন্ত্রের সুষ্ঠু কার্যক্রম বজায় রাখতে সহায়ক কারকুমা অর্গানিক হেলদি গাট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর কারকুমা ইমিউন প্লাস ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এছাড়াও প্রতিষ্ঠানটি পশ্চিম আফ্রিকা থেকে আমদানি করা বিশেষ ধরনের কালো মধু (ব্ল্যাক হানি) বাজারজাত করছে। গুণগত মান নিশ্চিত করতে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পণ্য উৎপাদন প্রক্রিয়ায় রয়েছে জিএমপি এবং আইএসও ২২০০০ সনদ।

ইফতেখার রশিদ বলেন, প্রতিটি উপাদান সংগ্রহ করা হয় ইউরোপ, আমেরিকা এবং জাপানের নির্ভরযোগ্য ও অর্গানিক সার্টিফায়েড প্রতিষ্ঠান থেকে।

তিনি আরও বলেন, ‘প্রথাগত ওষুধের ওপর নির্ভরশীলতা কমাতে এবং পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে উন্নত বিশ্বের মানুষ এখন স্বাস্থ্য সহায়ক ফাংশনাল ফুডের প্রতি ঝুঁকছে।’

বাংলাদেশেও এমন পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অর্গানিক নিউট্রিশন লিমিটেড কাজ করে যাচ্ছে বলে জানান ইফতেখার

সম্পর্কিত পোস্ট