মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

দুবাই এক্সপোতে ২০টির অধিক সেমিনার হবে বাংলাদেশের

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১ | ৩:২৩ অপরাহ্ণ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ | ৪:০৪ অপরাহ্ণ
দুবাই এক্সপোতে ২০টির অধিক সেমিনার হবে বাংলাদেশের

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত বৃহত্তর বৈশ্বিক বাণিজ্যিক প্রদর্শনী এক্সপো ২০২০ তে নিজ দেশের ব্যাণিজ সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ মিশন। বিদেশি বিনিয়োগকারী টানতে এক্সপোর বাংলাদেশ প্যাভিলিয়নে বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে দফায় দফায় অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায়িক সেমিনার। দুবাই বাংলাদেশ কনস্যুলেটে জানায়, ছয় মাসের এই মেলায় এ ধরণের ২০টির অধিক সেমিনার করা হবে।

কনস্যুলেট সূত্রে জানা গেছে, এক্সপো ২০২০ এর প্যাভিলিয়ন থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশি ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে। এই লক্ষ্যে বাংলাদেশ প্যাভিলিয়নে আলাদা আলাদা সেমিনারের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে ৫টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চলমান এক্সপোতে ২০টির অধিক সেমিনারের পরিকল্পনা রেখেছে বাংলাদেশ মিশন। এসব সেমিনারে দেশ থেকে অংশ গ্রহণ করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ওমেন এনট্রাপ্রেনার নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ডব্লিউইএনডি)।

বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান বলেন, ‘আমরা যতটুকু আশা করেছি তারচেয়েও বেশি সাড়া পাচ্ছি। আমিরাতের ফুড সেক্টরগুলো বাংলাদেশে উৎপাদিত পণ্য ও খাদ্য সামগ্রীর প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছে। এক্সপো থেকে এর ভাল ফলাফল পাবো।’

তিনি আরও বলেন, ‘দেশে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে আমরা নিয়মিত বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করছি। বিভিন্ন সেমিনারে তাদের অংশগ্রহণ আমাদের আশাবাদী করছে। তারা বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে। পরিকল্পনা অনুযায়ী আমাদের সেমিনারগুলো এব্যাপারে কার্যকর ভূমিকা রাখবে।’

সম্পর্কিত পোস্ট