প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ৫:২৫ অপরাহ্ণ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ | ৫:২৫ অপরাহ্ণ
আমিরাত সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাতে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. আবুল ফজল, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাবু, রাস আল খাইমার সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন মল্লিকসহ আরও অনেকে।