প্রকাশ: ১০ অক্টোবর ২০২১ | ৫:৩৫ অপরাহ্ণ আপডেট: ১১ অক্টোবর ২০২১ | ১:৪৫ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে লাইভ মাহজুজ ড্র-এ ১ মিলিয়ান দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি।
শনিবার(৯ অক্টোবর)রাতে দুবাইয়ে লাইভ মাহজুজ ড্রতে দ্বিতীয় পুরস্কার বিজয়ী ও এ বছরের ১৬ তম বিজয়ী মিলিয়ন হয়েছেন।
মাহজুজ লাকি ড্র-এর সংস্থাটি বিজয়ী বাংলাদেশি জানালেও তার নাম পরিচয় প্রকাশ করেনি। তারা জানায় বিজয়ী বাংলাদেশির ক্রয়কৃত ছয়টি সংখ্যার মধ্যে পাঁচটি মিলায় তিনি সাপ্তাহিক ৪৬ তম ড্রয়ের ২য় বিজয়ী হয়েছেন।