শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

দুবাইয়ে মম অ্যান্ড কিডস’র অভিষেক

প্রকাশ: ৭ নভেম্বর ২০২১ | ২:০৬ পূর্বাহ্ণ আপডেট: ৭ নভেম্বর ২০২১ | ২:০৬ পূর্বাহ্ণ
দুবাইয়ে মম অ্যান্ড কিডস’র অভিষেক

শুক্রবার রাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে অভিষেক করেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নারীদের সংগঠন ‘মম অ্যান্ড কিডস’।

দেশটির আজমান প্রদেশের একটি হোটেলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

এসময় প্রায় হাজারখানেক প্রবাসী পরিবারের অভিষেক আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আলোচনা ছাড়াও ছিল শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া প্রবাসী গৃহিণীদের তৈরি হস্তশিল্পের মেলা উপস্থিত সকলের নজর কাড়ে।

সংগঠনের উদ্যোক্তারা জানান, প্রবাসে তারা আর আবদ্ধ ঘরে বন্দি থাকতে চান না। ধীরে ধীরে অদম্য সাহসিকতায় এগিয়ে যেতে চান। নিজের পায়ে দাঁড়াতে চান। সেই লক্ষ্যেই মূলত গড়ে তোলা হয়েছে ‘মম অ্যান্ড কিডস’ নামের এই সংগঠন।

আয়োজকরা জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল কোয়াইন, রাস আল খাইমাহ, ফুজাইরাহ প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীরা স্বপ্ন দেখছেন সফল উদ্যোক্তা হয়ে ওঠার। পরিবারের পুরুষ কর্তার উপর নির্ভরশীল না হয়ে নিজেরাও যেন প্রবাসের মাটিতে স্বনির্ভর হতে পারেন সেই চেষ্টা করছেন তারা।ইতিমধ্যে তারা সম্মিলিতভাবে এগিয়ে যেতে এই সংগঠন তৈরি করেছেন।

সম্পর্কিত পোস্ট