সোমবার রাত বারটা এক মিনিট। দুবাই বাংলাদেশ কনস্যুলেটে জড়ো হন শতশত প্রবাসী বাংলাদেশি। মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মিলিত হন তারা। শ্রদ্ধা জানান ভাষার জন্য জীবন উৎসর্গ করা ভাষা শহীদদের।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার পর দেশ-বিদেশে বাংলা ভাষার মর্যাদা বেড়েছে। প্রবাসী বাংলাদেশিরা দল মত নির্বিশেষে নিজ ভাষা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একুশের প্রথম প্রহরে দুবাই প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটাই প্রমাণ করে।
শহীদ মিনারের বেদিতে একে একে দুবাই বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ সমিতি, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় কনসাল জেনারেল বিএম জামাল হোসাইন, ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলাম সহ বাংলাদেশ কনস্যুলেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছরের ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে শহীদ বেদি তৈরি করে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা দিবস পালিত হয়ে আসছে। তবে এবার বৃহৎ পরিসরে দুবাই এক্সপোতে কয়েকটি দেশের সমন্বয়ে মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে।