প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্স দেশের উন্নয়নের অংশিদার ঠিক তেমনি ভিনদেশে কর্ম ও সততার মাধ্যমে দেশের জন্য বয়ে আনেন সম্মান। সাম্প্রতিক দুবাইয়ে আবদুল রহিম নামের এক প্রবাসী বাংলাদেশির সততাকে সন্মান জানিয়েছে দুবাই পুলিশ। যা দেশটির জনপ্রিয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।
প্রকাশিত প্রতিবেদন ও দুবাই পুলিশের মিডিয়া বিভাগ সূত্র জানায়, বাংলাদেশি অধিবাসী ট্যাক্সি ড্রাইভার এর গাড়ীতে একযাত্রী ভুলে নগদ অর্থ, পাসপোর্ট, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ একটি হাতব্যাগ রেখে চলে যায়। আবদুল রহিম ব্যাগটি পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রবাসী বাংলাদেশিকে তার কর্ম ও সততার জন্য সম্মানিত করেছে আল কুসাইস থানা পুলিশ।
আল কুসাইস থানার পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল হালিম মুহাম্মদ আহমদ আল হাশিমি দুবাই পুলিশের পক্ষ থেকে বাংলাদেশি চালককে ধন্যবাদ জানান। এবং সম্প্রদায় ও পুলিশের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়ার জন্য তিনি তার প্রতি ইতিবাচক কৃতজ্ঞতা স্বীকার করেন।
আবদুল রহিম জানান, কোন এক যাত্রী ভুলক্রমে পাসপোর্ট ও মূল্যবান নথিপত্রসহ হাতব্যাগ রেখে চলে যায়। আমার কর্তব্য থেকেই ব্যাগটি তার মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই নিকটস্থ থানায় হস্তান্তর করি।