বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

জাতির জনকের জন্মদিন উদযাপন

দুবাইয়ে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’

প্রকাশ: ১৮ মার্চ ২০২২ | ৬:০২ অপরাহ্ণ আপডেট: ১৮ মার্চ ২০২২ | ৬:০২ অপরাহ্ণ
দুবাইয়ে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’

জমকালো আয়োজনে দুবাইয়ে উদযাপিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে দুবাইয়ে চলমান এক্সপো মিলেনিয়াম অ্যাম্পিথিয়েটার মঞ্চে এই উপলক্ষে ছিল বৃহৎ সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় এতে অংশ নেন বাংলাদেশ ও আমিরাতের শিল্পীরা।

সন্ধ্যার পর থেকে কখনো বঙ্গবন্ধু, কখনো বাংলাদেশ নিয়ে চলতে থাকে নানা পরিবেশনা। ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘জয় বাংলা,বাংলা বলিয়া মাঝি’, ‘মোরা ঝর্ণার মত চঞ্চল’ এমন বেশ কিছু গানে ছিল দুই দেশের শিল্পীদের চোখ ধাঁধানো অংশগ্রহণ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন নিয়েও ছিল বর্ণিল পরিবেশনা। এ যেন প্রবাসের মাটিতে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভিনদেশী হাজারো দর্শক মুগ্ধ ছিলেন এই আয়োজনে। আয়োজকরা বলছেন, এটি সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর সর্বশেষ ও স্মরণীয় আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কীর্তিমত্তা, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের ঐতিহ্যের বর্ণনা করেন। আমিরাত ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত।

এরআগে বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতাংশ দিয়ে স্বাগত বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএম জামাল হোসেন বলেন, ‘আমরা মুজিব বর্ষের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। মুজিব বর্ষকে ধরে রাখার জন্য এবং আমাদের শক্তিমত্তাকে জানান দিতে দুবাই এক্সপোতে এই সরব উপস্থিতি। এখানে আমরা বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন পালন করছি। যাতে বিশ্ববাসী বঙ্গবন্ধুকে আরো বেশি জানতে পারেন এবং মুজিব বর্ষের এই আয়োজনটি স্মরণীয় হয়ে থাকে।’

সম্পর্কিত পোস্ট