সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসী জয় বাংলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১০ এপ্রিল) দুবাই দেরা পাঞ্জাব রেস্টুরেন্টের হল রুমে এ সংবর্ধানার আয়োজন করা হয়।
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার সমিতির হাট ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হারুনুর রশিদ ইমন ও ফটিকছড়ি আওয়ামী লীগ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশরকে সংবর্ধিত ও সম্মাননা দেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জিমন খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুন্নবী রওশন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এম সাহেদ সেলিম, উপদেষ্টা ফিরুজ, সহ সভাপতি জমির, সহ সভাপতি আব্বাস, সহ সভাপতি আজিম, দুবাই বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক এস এম মনির, নাজিম উদ্দীন কুতুবী। অনুষ্ঠানে দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বঙ্গবন্ধু যুব পরিষদ সদস্য সচিব শাহরিয়ার সাহেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা নুরুল আলম ও মওলানা নাজিম উদ্দীন। সংবর্ধনা শেষে মাহে রমজান উপলক্ষে বিশ্বের সকল প্রবাসী ও মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।