মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০

দুবাইয়ে ‘কালার্স অব বাংলাদেশ’ প্রকাশনা

প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ১:২৭ অপরাহ্ণ আপডেট: ৩০ মার্চ ২০২২ | ১:২৭ অপরাহ্ণ
দুবাইয়ে ‘কালার্স অব বাংলাদেশ’ প্রকাশনা

দুবাইয়ে চলমান এক্সপো ২০২০ তে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের তথ্য উপাত্ত নিয়ে ‘কালার্স অব বাংলাদেশ’ নামে একটি কফি টেবিল বুক প্রকাশ করেছে আইডিয়া গ্যালারি। এটির প্রকাশনা সহযোগী বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো।

প্রকাশনাটিতে স্থান পেয়েছে- বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষ, বেজা কর্তৃপক্ষ, হাইটেক পার্ক কর্তৃপক্ষের বিশেষ প্রতিবেদন। এছাড়াও বাংলাদেশের পর্যটন ও নানা উৎসব সম্পর্কে এতে ধারনা দেয়া হয়েছে।

আইডিয়া গ্যালারির সিইও জর্জ খান জানান, কফি টেবিল বুকটি ইতিমধ্যে এক্সপোতে দেওয়া হয়েছে। এছাড়াও এটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস, মিশন প্রধান, কূটনৈতিক, ব্যবসায়ী ও বিশিষ্টজনদের মাঝে বিতরণ করা হবে।

তিনি আরও জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের তথ্য উপাত্তের সাথে এই প্রকাশনায় রয়েছে দেশের নানা উৎসব পার্বণের কথা। নৃতাত্বিক ইতিহাস, ইতিহাসকে ধরে রাখা ভাস্কর্যের পরিচিতি সহ আছে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দেশের বিভিন্ন পর্যটন খাতের চিত্র।

সম্পর্কিত পোস্ট