বৃহস্পতিবার চোখ ধাঁধানো ও জমকালো আয়োজনে উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত দুবাই এক্সপো ২০২০।
দুবাই এক্সপো ২০২০ উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ও আবুধবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
৬৪টি দেশের প্রায় এক হাজার শিল্পী এতে অংশ নেন। প্রায় সাড়ে চার কিলোমিটার জায়গাজুড়ে এক্সপোর দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন মুগ্ধ করেছে সবাইকে। এই ইতিহাসের গর্বিত অংশীদার বাংলাদেশও।
করোনা পরিস্থিতির মধ্যেই ১৯২টি দেশ দুবাই এক্সপোকে ঘিরে নিজ নিজ অবস্থান থেকে অর্থনীতি, বিনিয়োগ, সামাজিক অবস্থান, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে নতুনভাবে গতি সঞ্চার করতে স্বপ্ন দেখছে। দুবাই এক্সপো সে ঐক্যের সূচনা করছে।
বাংলাদেশও নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, অর্থনীতি, উন্নয়ন, বিনিয়োগ, ব্র্যান্ডিং করতে প্রস্তত।
ইতিমধ্যে এক্সপোতে অংশগ্রহণ করতে প্রায় ৩০০ শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা দুবাইতে অবস্থান করছেন।