শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

দুবাইয়ে আইপিএল, জুয়াড়ি আটক সুর্বণচরে

প্রকাশ: ৩ অক্টোবর ২০২১ | ১২:৫৩ পূর্বাহ্ণ আপডেট: ৩ অক্টোবর ২০২১ | ১২:৫৩ পূর্বাহ্ণ
দুবাইয়ে আইপিএল, জুয়াড়ি আটক সুর্বণচরে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল) চলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দেশি বিদেশি ক্রিকেটারদের খেলায় মুগ্ধতা ছড়াচ্ছে ক্রীড়াঙ্গনে। মাঠে বসে খেলা দেখার সুযোগ না থাকলেও অনলাইনে, টিভিতে খেলা উপভোগ করছেন অনেকে। এই খেলাকে কেন্দ্র করে নোয়াখালীতে ঘটেছে জুয়াকাণ্ড। দশ জুয়াড়িকে আটকও করেছে পুলিশ।

জানা গেছে, চলমান আইপিএলকে পুঁজি করে নোয়াখালীর সুবর্ণচরে জুয়া খেলার সময় ১০ জুয়াড়িকে আটক করেছে চরজব্বার থানা পুলিশ।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার থানারহাটের আমিরের চা দোকানে অভিযান চালিয়ে এই জুয়াড়িদের আটক করা হয়। আটককৃত জুয়াড়িদের মধ্যে সুবর্ণচরের চরশৈাখী গ্রামের মো. জুয়েল, মো. জাহির, মো. হৃদয়, রাজু, সেলিম, বাবর, আবুল বাশার রাজু, অরুন চন্দ্র শীল ও পার্শ্ববর্তী ধানের শীষ গ্রামের মো.রুবেল এবং বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মো. মাসুদ রয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার জানান, আটককৃতদের নোয়াখালী জেলা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট