সোমবার, ২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

দুবাইয়ে নিযুক্ত নতুন কনসাল জেনারেলের সঙ্গে বিজনেস এসোসিয়েশনের মতবিনিময়

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ৭:৫৮ অপরাহ্ণ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ | ৮:০০ অপরাহ্ণ
দুবাইয়ে নিযুক্ত নতুন কনসাল জেনারেলের সঙ্গে বিজনেস এসোসিয়েশনের মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের আল-আবিরের নেতৃবৃন্দের সাথে দুবাই নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ সভায় বাংলাদেশিদের অর্থনৈতিক অবদান এবং রপ্তানি প্রসারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।

এসময় বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জুলফিকার ওসমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইয়াকুব সৈনিক, সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে কে বিপ্লব, উপদেষ্টা শফিউল আলম চৌধুরী ও উপদেষ্টা খাইরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা কনসাল জেনারেলের সঙ্গে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং প্রবাসীদের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এসময় তারা দেশের সঙ্গে আমিরাতের বাণিজ্য সম্প্রসারণে সমুদ্র পথে দুবাইয়ে পণ্য রপ্তানির আহবানও জানান।

সভায় আল-আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন, আল-আবির ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে বাংলাদেশ থেকে সরবরাহ করা শাকসবজি ও ফলমূল বিক্রি করা হয়। বর্তমানে অধিকাংশ পণ্য বিমানের কার্গোতে দ্রুত সময়ে আনা সম্ভব হলেও পরিবহন খরচ বেশি পড়ে। যার ফলে এসব পণ্য প্রসার এবং লাভ কম। তবে সম্প্রতি ‘দুবাই টু চট্টগ্রাম’ রুট ব্যবহার করে পাকিস্তান ও চীন থেকে বাংলাদেশে যাওয়া জাহাজগুলো নতুন সম্ভাবনা তৈরি করেছে।

সম্পর্কিত পোস্ট