রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

দুবাইয়ে গাউছিয়া কমিটি’র ঈদে মিলাদুন্নবী উযাপন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৪৯ অপরাহ্ণ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৪৯ অপরাহ্ণ
দুবাইয়ে গাউছিয়া কমিটি’র ঈদে মিলাদুন্নবী উযাপন

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গাউছিয়া কমিটি। রোববার ( ১৫ সেপ্টেম্বর) দুবাই ল্যান্ডমার্ক হোটেল বলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দুবাই গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওসমান আলী জামীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত মুফতি নাবিদ রেজা খান। প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা ফজলুল আজিম। বিশেষ বক্তা ছিলেন মাওলানা সিরাজুল মোস্তফা আজহারী, হাফেজ মাওলানা সেকান্দার আলম, মাওলানা সিরাজ দ্দৌলা, মাওলানা ইমাম উদ্দিন খালেক।

আরও উপস্থিত ছিলেন-গাউছিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, গাউছিয়া কমিটি ইউএই সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব হাজী শরাফত আলী,আলহাজ্ব মাজাহার উল্লাহ মিয়া, সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, নাসিম উদ্দিন আকাশ,ছাতুয়া কমিটির মো. জামাল, মো. শাহাবুদ্দিন, শহিদুল ইসলাম, আজিমুদ্দিন, আব্দুল কাদের এলএলসি, জুনায়েদ মাসুম, সাইফুল করিম, রায়হান শরীফ, হাফেজ নুরুল বশর, সাইফুল ইসলাম, হাফেজ বোরহান,দিদারুল আলম,মোহাম্মদ হারুন,মো. শফি শফি সহ আরো অনেকে।

শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় প্রধান অতিথি বিশেষ মোনাজাত করেন।

সম্পর্কিত পোস্ট