পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশী, কনস্যুলেট, ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্বদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল করেছে সংযুক্ত আরব আমিরাত বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ৷ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুবাই শেরে মতিনা রোডের আল কসর রেস্টুরেন্ট হলরুমে এ আয়োজন করা হয়।
সংগঠনটির প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী রাজা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আল হারামাইন পারফিউমস গ্রুপের চেয়ারম্যান ও এন আর বি ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব মাহতাবুর রহমান নাসির, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের দ্বিতীয় সচিব (পাসপোর্ট ও ভিসা) মোজাফফর হোসেন, জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুল মালেক, কমিউনিটি নেতা আবু হেনা, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাকির হোসেন, মাহমুদ মোহাম্মদ রাজা মল্লিক।
বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সহসভাপতি সাংবাদিক সিরাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে রমজান ও শবে ক্বদরের ফজিলত নিয়ে আলোকপাত করেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফজলুল কবির চৌধুরী ও মাওলানা মুহিবুর রহমান মঞ্জু।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সহ সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক রোমান আফতাব, সহ সাধারণ সম্পাদক শাহেদ মাস্টার, মামুনুর রশিদ, মাহবুবুর রহমান, রিয়াদ হোসেন, সাইদুল, আসলাম, মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক শামসুর রহমান সোহেল প্রমুখ।