
দুবাইতে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি কেন্দ্রীয় কমিটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবীর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম বয়ানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সহ-সভাপতি মোঃ ওসমান গনি, মোহাম্মদ তারেক, কবি ওবায়দুল হক, নাসিম উদ্দিন আকাশ, মাহবুব হাসান হৃদয়, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আবু চৌধুরী, মোহাম্মদ মিজান, মাওলানা মোহাম্মদ সেকান্দার, ফয়সল আহমেদ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইয়াকুব, হাফেজ সেকান্দর, মাওলানা দিদার, সাংবাদিক মাহাবুর হাসান হৃদয়, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, এসএম শাফায়েত, মাওলানা দিদার প্রমুখ।
আলোচনা শেষে সকল প্রবাসী ও তাদের পরিবারসহ দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের শেষের দিকে প্রতিষ্ঠিত হয় প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন গরীব অসহায়দের সহযোগিতা, করোনাকালীন সময়ে গ্যাস সিলিন্ডার প্রদানসহ বিভিন্ন অরাজনৈতিক ও সমাজ সেবা মূলক কাজ করে আসছে।