“সব সময় আপনার সেবায়” নিয়োজিত থাকার প্রত্যয়ে যাত্রা শুরু করলো আহিয়ান ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস নামক একটি বাংলাদেশী প্রতিষ্ঠান। শুক্রবার রাতে দেরা ফিরজ আল মুরারের সোমালি ভবনে আনুষ্ঠানিক ভাবে এ প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন দুবাই কন্সুলেটের প্রথম সচিব শ্রম ফকির মনোয়ার হোসেন, প্রতিষ্ঠানটির লোকাল স্পন্সর আহম্মদ মোহাম্মদ নাসির গানিম আল হোসেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মহিউল করিম আশিক, মো: আবছার, মো: সামিম হোসেন, সানজিদা ইসলাম উপস্থিতিতে ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সিরাজুল হক, শিবলী আল সাদিক, মো: নাজমুল হক, শোস্তাফিজুর রহমান সোয়েব, মেহেদী ইউছুফ, নাছিম উদ্দীন আকাশ, মো: সরোয়র উদ্দীন রনি, শামসুর রহমান সোহেল, মোবারক হোসেন, সামসুর রহমান, রিপন তালুকদার, এসএম শাফায়েতসহ আরও অনেকে। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও: ফজলুল কবির চৌধুরী।
প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, প্রবাসের মাটিতে দেশের ভাবমুর্তি অক্ষুন্ন রেখে আমিরাতের আইন কানুন মেনে নিরলশ ভাবে কাজ করে যাবে। সব ধরনের ভিসা প্রোসেসিং, এমিরেটস আইডি টাইপিং, মেডিকেল ফিটনেস টাইপিং, হেলথ্ ইন্সুরেন্স, নতুন লাইসেন্স তৈরি ও নবায়ন, ই-জারি রেজিস্ট্রেশন, পি.আর.ও সার্ভিস, ভ্যাট রেজিষ্ট্রেশন ও সাবমিশনসহ স্থানীয় প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেবে আহিয়ান ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস।