প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সিআইপি শেখ ফরিদ আহমেদের পক্ষ থেকে ইফতার সামাগ্রী বিতরণ করা হয়েছে।
চট্টগ্রামের রাউজান থানার পাচখাইন গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
মাহে রমজান মাসের রহমত, বরকত, অফুরন্ত ফজিলত রয়েছে। এই মাসে যতই দান করা যায় ততই আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ যায়। রমজানকে সামনে রেখে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইফতার সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন তিনি।
সিআইপি শেখ ফরিদ আহমেদ জানান, প্রতিবছর নিজের অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তার এই উপহার পৌঁছে দেওয়া হয়। এবারও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।