শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

দুই বছর পর মালয়েশিয়ার রাজ প্রাসাদে ইফতারের আয়োজন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২ | ৯:১৯ অপরাহ্ণ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ | ৯:২৪ অপরাহ্ণ
দুই বছর পর মালয়েশিয়ার রাজ প্রাসাদে ইফতারের আয়োজন

মালয়েশিয়ার রাজ প্রাসাদে মন্ত্রিপরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করেছেন রাজা ও রানি। সোমবার (১৮ এপ্রিল) ইয়াং দি-পার্টুয়ান আগাং আল-সুলতান আবদুল্লাহ রিয়াত উদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রাজা পেরমাইসুরি আগোং তুঙ্কু হাজাহ আজিজাহ আমিনাহ মায়মুনাহ ইস্কান্দারিয়াহ ইস্তানা নেগারায় মন্ত্রিসভার সদস্য এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইফতার করেন তারা।

এছাড়া ইফতারে প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব এবং তার স্ত্রী দাতিন সেরি মুহাইনি জয়নাল আবিদীন উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সিনিয়র প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি হিশামুদ্দিন তুন হুসেন, স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালুদ্দিন এবং যুব ও ক্রীড়ামন্ত্রী দাতুক সেরি আহমেদ ফয়জল আজমু উপস্থিত ছিলেন।

বিশিষ্টজনের মধ্যে, প্রধান বিচারপতি তুন তেংকু মাইমুন তুয়ান মাত এবং সরকারের মুখ্য সচিব তানশ্রি মোহাম্মদ জুকি আলী, পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব তুন রাজাক এবং বিরোধীদলীয় নেতা দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন।

কূটনীতিকদের মধ্যে ইয়েমেন, তুরস্ক, সৌদি আরব, সিরিয়া, জর্ডান, মিশর, সেনেগাল, বসনিয়া হার্জেগোভিনা, ফিলিস্তিন, ইরাক, আজারবাইজান, বাহরাইন, থাইল্যান্ড, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত এবং ব্রুনাইসহ বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

দুই বছর আগে মালয়েশিয়ায় কোভিড-১৯ মহামারি আঘাত হানার পর ইস্তানা নেগারায় এই প্রথম বিদেশি কূটনীতিক ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ইফতার করলেন দেশটির রাজা-রানি।

সম্পর্কিত পোস্ট