বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

দলের সাথে দেশে ফিরছেন না চার ক্রিকেটার

প্রকাশ: ৪ নভেম্বর ২০২১ | ১১:০৬ অপরাহ্ণ আপডেট: ৪ নভেম্বর ২০২১ | ১১:০৬ অপরাহ্ণ
দলের সাথে দেশে ফিরছেন না চার ক্রিকেটার

টানা পাঁচ ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ টাইগারদের। বাছাই পর্ব থেকে দুবাই এলেও সুপার টুয়েলভে টানা পাঁচ ম্যাচ হারের স্বাদ পায় বাংলাদেশ। বিশ্বকাপের আসর চলমান থাকলেও ৫ নভেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে দুবাই থেকে দেশে ফিরছেন না চার ক্রিকেটার। এদের মধ্যে দল নায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ লিটন দাস, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদের নাম শোনা যাচ্ছে।

জানা গেছে, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ তাদের পরিবারের সাথে দুবাইয়ে কয়েকদিন ছুটি কাটাবেন। তারপর দেশে ফিরবেন। দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয় ও বিশ্বকাপের কঠোর প্রটোকল থাকার কারণে পরিবার থেকে দূরে থাকতে হয়েছে ক্রিকেটারদের। পাকিস্তান সিরিজের আগে নিজেদের চাঙ্গা করে নিতে ক্রিকেটাররা ছুটির সুযোগ কাজে লাগাচ্ছেন। বাংলাদেশে ফিরে সাথে সাথেই আবার পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত হবেন তারা। ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এরপর মাঠে গড়াবে আরও দুটি টেস্ট।

এই চার ক্রিকেটার ছাড়া বাকিরা শুক্রবার দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। শরিফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারিরা দুই ভাগে বিভক্ত হয়ে দেশে ফিরবেন।

সম্পর্কিত পোস্ট