শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২ | ৭:৫৩ অপরাহ্ণ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ | ৭:৫৩ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় মাসুদুর রহমান (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে ইস্টার্নকেপ প্রভিন্সের মাটাটিয়াল শহরের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদুর রহমান বাংলাদেশির মুন্সিগঞ্জের গজারিয়া থানায় এলাকায়। তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। বিষয়টি স্থানয়রা পুলিশকে জানালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঘরের টিন কেটে কয়েকজন ডাকাত মাসুদুর রহমানের দোকানে প্রবেশ করে। এসময় ডাকাতদল তার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

মাসুদুর রহমানের মরদেহটি দেশে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন সেখানকার বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা

সম্পর্কিত পোস্ট