বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে কুপিয়ে খুন

প্রকাশ: ৭ জুন ২০২২ | ২:৩৬ অপরাহ্ণ আপডেট: ৭ জুন ২০২২ | ২:৩৬ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে কুপিয়ে খুন

দক্ষিণ আফ্রিকায় মোহাম্মদ রুবেল হোসেন নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। রোববার (৫ জুন) জোহানেসবার্গের মেয়ারটন এলাকায় স্থানীয় নাগরিক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রুবেল হোসেন নোয়াখালীর বলে জানা গেছে।

বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা জানান, রুবেল হোসেনের সঙ্গে স্থানীয় এক নাগরিকের সাথে দোকানের মালাউয় কর্মচারীর বাকবিতণ্ডা চলছিল। কিছু সময় পর স্থানীয় নাগরিক মালাউয় কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে এলে রুবেল বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে রুবেলের ওপর অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সে অধিক রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, শনিবার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হারকিউলেক্স এলাকা থেকে বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল মান্নানকে অপহরণ করা হয়েছে। ঘটনার পর দুবাই থেকে বাংলাদেশে তার স্বজনদের কাছে কল করে মুক্তিপণ দাবি করা হলেও এখন পর্যন্ত আব্দুল মান্নানের খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে।

অপহৃত বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল মান্নান কুমিল্লা জেলার।

প্রিটোরিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে অপহরণের ঘটনা। গত এক মাসে বেশ কয়েকজন বাংলাদেশি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কমিউনিটি।

সম্পর্কিত পোস্ট