সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় অপহরণের ৪ দিন পর প্রবাসী বাঙালি উদ্ধার

প্রকাশ: ৯ জুন ২০২২ | ৬:৩৯ অপরাহ্ণ আপডেট: ৯ জুন ২০২২ | ৭:১৬ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় অপহরণের ৪ দিন পর প্রবাসী বাঙালি উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় অপহরণের শিকার হওয়া বাংলাদেশি ব্যবসায়ী প্রবাসী আব্দুল মান্নানকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক পাকিস্তানিসহ পাঁচ জিম্বাবুইয়ানকে আটক করেছে দেশটির পুলিশ। তবে আটকদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বুধবার (৮ জুন) দুপুরে আব্দুল মান্নাকে উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার (৪ জুন) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হারকিউলেক্স এলাকা থেকে এক দল অপহরণকারী তাকে দোকান থেকে তুলে নিয়ে যায়।

অপহরণের শিকার হওয়ায় ব্যবসায়ী আব্দুল মান্নানের বাড়ি কুমিল্লায়। ঘটনার পরেরদিন (৫ জুন) দুবাই থেকে বাংলাদেশে তার স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে কমিউনিটি সূত্রে জানা যায়।

উল্লেখ্য, প্রিটোরিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে অপহরণের ঘটনা। গত এক মাসে বেশ কয়েকজন বাংলাদেশি অপহরণ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কমিউনিটি।

সম্পর্কিত পোস্ট