শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রকাশ: ২ মে ২০২২ | ৩:১৩ অপরাহ্ণ আপডেট: ২ মে ২০২২ | ৩:৩১ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার স্প্রিংস টাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কামাল উদ্দিন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত কামাল উদ্দিন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্প্রিংস টাউনে বসবাস করেন। তার দেশের বাড়ি ফেনী জেলার দাগনভুঞা পৌরসভার মাস্টারবাড়ি।

জানা গেছে, স্প্রিংস টাউনে ভবঘুরে অবস্থায় থাকতো; কোনো কাজকর্ম করতো না। পরিবারের সাথেও তার কোনোর রকম যোগাযোগ ছিলো না।

প্রবাসী বাংলাদেশি তারভীর ভুুইয়া বাবু বলেন, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা কামালের মরদেহ দেশে নিতে রাজি নয়। আগামীকাল সকালে স্প্রিংস কমিউনিটির পক্ষ থেকে কামালের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

কামালের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও রুহের আত্মার মাগফেতার কামনা করেছেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটি।

সম্পর্কিত পোস্ট