রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেলো বাংলাদেশির

প্রকাশ: ২৪ মার্চ ২০২২ | ৫:১৬ অপরাহ্ণ আপডেট: ২৪ মার্চ ২০২২ | ৫:১৬ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেলো বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু নাটাল প্রদেশের তাবিসা এলাকায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন টাঙ্গাইল মির্জাপুরের রুহুল আমিন নামের এক যুবক। বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টায় নিজ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

মাসুদ রানা নামের এক প্রবাসী বাংলাদেশি জানান, দোকানের পেছনের দরজা ভেঙে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি করে রুহুল আমিনকে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত রহুল আমিনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে। তার মৃত্যুতে গভীর শোক ও রুহের মাগফেরাত কামনা করেছেন টাঙ্গাইল কমিউনিটি প্রিটোরিয়া।

সংলাপ-২৩/০৩/০০২/আ/আ

সম্পর্কিত পোস্ট