শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

তৃতীয় ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন ১০০ জন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১ | ১:৩৫ অপরাহ্ণ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ | ১:৩৫ অপরাহ্ণ
তৃতীয় ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হলেন ১০০ জন

সারাদেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১০০ জন চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। তৃতীয় ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মোট ৫৬৯ প্রার্থী নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব আসাদুজ্জামান জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রথম ধাপে ৭২ জন এবং দ্বিতীয় ধাপে ৮১ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনেও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেতে যাচ্ছে ১০০ ইউনিয়ন। তিন ধাপ মিলিয়ে ২৫৩ চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

সম্পর্কিত পোস্ট