মাত্র ১৩ রানে ৪ উইকেট হারানো আয়ারল্যান্ড পঞ্চম উইকেট হারিয়েছে তৃতীয় দিনের শুরুতেই। এরপরও ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলেছে আয়ারল্যান্ড। তাতেই দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিল আইরিশরা। লাঞ্চ বিরতির আগে ৬ উইকেটে ৯৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
১৫৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রান তুলতেই ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। পরে দলের হাল ধরেন পিটার মুর ও হ্যারি টেক্টর। ৪ উইকেটে ২৭ রানে দ্বিতীয় দিনের খেলায় শেষ করেছিলো সফরকারীরা।
তৃতীয় দিনের খেলায় আজ ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার। দিনের শুরু থেকেই দেখে-শুনে খেলছিলেন মুর ও টেক্টর। কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেননি তারা। শরিফুল ইসলামের করা বলে কটবিহাইন্ড হন পিটার মুর। আউট হওয়ার আগে ৭৮ বলে ১৬ রান করেছেন তিনি।
তবে ষষ্ঠ উইকেট জুটিতে মাটি কামড়ে ব্যাট করছেন দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার হ্যারি টেক্টর ও লরকান টাকার। এখন পর্যন্ত অপ্রতিরোধ্য ৪১ রানের জুটি গড়েছেন তারা। তাতেই ইনিংস হার ঠেকানোর চেষ্টা চলছে আইরিশদের।
এর আগে ম্যাচের শুরুতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মুশফিকের সেঞ্চুরি ও সাকিব-মিরাজের ফিফটির সুবাদে ৪৬৯ রান তুলে বাংলাদেশ। ফলে লিড নেয় ১৫৫ রানের।