রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

চট্টগ্রাম নগর বিএনপি

তিন মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকমান্ডের

প্রকাশ: ২২ মার্চ ২০২২ | ১০:৪৭ পূর্বাহ্ণ আপডেট: ২২ মার্চ ২০২২ | ১০:৪৭ পূর্বাহ্ণ
তিন মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকমান্ডের

চট্টগ্রাম নগর বিএনপির আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের কমিটিগুলো আগামী তিন মাসের মধ্যে গঠনের নির্দেশ দিয়েছে দলটির হাইকমান্ড। সোমবার (২১ মার্চ) বিকেলে ঢাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চট্টগ্রাম নগর বিএনপি নেতাদের ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা। তিনি বলেন, চট্টগ্রাম নগরীর থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন করে নগর কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিগুলো সমন্বয় করার জন্য নগর বিএনপির ৫ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম মহানগর বিএনপির সামগ্রিক বিষয়ে তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানকে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর এ কাজের তদারকি করবেন।

ভার্চুয়াল সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনও সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ ডিসেম্বর ডা. শাহাদাত হোসেনকে আহ্বায়ক ও আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছিল। মহানগর বিএনপির ১৫টি সাংগঠনিক থানা, ৪৩টি ওয়ার্ড কমিটি রয়েছে।

সম্পর্কিত পোস্ট