সময়ের সংলাপ ডেস্ক :
বিসিবি নির্বাচনের আগে পরিচালনা পর্ষদের শেষ সভা আজ। দুপুর ১টায় এই সভা শুরুর আগে আরও একটি গুরুত্বপূর্ণ সভা হবে মিরপুরে, যেখানে তামিম ইকবালের ভাগ্য নির্ধারণ করা হতে পারে। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, মেডিকেল বিভাগ থেকে তামিমের হাঁটুর ইনজুরির আপডেট নেওয়া হবে। দেবাশীষ চৌধুরীর ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর দেওয়া রিপোর্ট হাতে পাওয়ার পর নির্বাচক কমিটি বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে দেবে। পরিচালনা পর্ষদের সভায়ও আলোচনা করা হতে পারে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। কারণ তামিমকে টি২০ বিশ্বকাপ স্কোয়াডে রাখা-না রাখা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য আছে। টানা পাঁচটি টি২০ সিরিজ মিস করা তামিমকে ‘অটো চয়েস’ হিসেবে বিশ্বকাপ দলে নিলে সমালোচনা হতে বাধ্য। এমনিতেই এই সংস্করণে বাঁহাতি এ ওপেনারের স্ট্রাইক রেট ও গড় নিয়ে প্রশ্ন আছে। টি২০ বিশ্বকাপের মূল আসরে খেলা ম্যাচ গড় ১৩। এর পরও হয়তো অভিজ্ঞতার আলোকে বিশ্বকাপে জায়গা করে নেবেন তামিম। বিসিবি সভাপতির গুলশানের বাসায় সোমবার রাতে নির্বাচকরা স্কোয়াড নিয়ে মিটিংও করেছেন। কোচ রাসেল ডমিঙ্গো এবং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মতামত দিয়েছেন। গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ জানিয়েছেন- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত হয়েও গেছে। টেকনিক্যাল কারণে সেটা ঘোষণা করেননি নির্বাচকরা। বোঝাই যাচ্ছে, তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই এই দেরি। তবে শেষ টি২০ বিশ্বকাপ হিসেবে একটা সুযোগ টাইগার ওপেনার পেতেও পারেন।