শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নিউইয়র্ক বিএনপির মতবিনিময়

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ৮:২২ অপরাহ্ণ আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ৮:২২ অপরাহ্ণ
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নিউইয়র্ক বিএনপির মতবিনিময়

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নিউইয়র্ক বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি। তিনি বলেন, শেখ হাসিনা কিংবা তার দলকে ক্ষমতায় রেখে কখনোই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই আমরা শেখ হাসিনার পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছি। সেই সংকল্প থেকে বিএনপি বিন্দুমাত্র নড়বে না। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার-আন্দোলনে সচেতন প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন তিনি।

স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সাঈদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জসীম উদ্দিন ভিপি, নাসিম আহমেদ, আমিনুল ইসলাম চৌধুরী, শহীদুল ইসলাম, আনিসুর রহমান, বদরুল হক আজাদ, হুমায়ূন কবির, এবাদ চৌধুরী, দেওয়ান কাউসার, তাজুল ইসলাম প্রমুখ। এ সময় ৭ নভেম্বর ‘সিপাহী জনতার বিপ্লব দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া, সম্প্রতি স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরীর মায়ের মৃত্যুতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায়।

সম্পর্কিত পোস্ট