প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ১:২১ অপরাহ্ণ আপডেট: ২৬ মার্চ ২০২২ | ১:২১ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের রাস্তা থেকে মাসুদ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উদ্ধার করে নিয়ে আসা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার বলেন, আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আশপাশের মানুষের সঙ্গে কথা বলে জানতে পারি তিনি ভবঘুরে ছিলেন। আমরা তার নাম জানতে পারলেও পূর্ণাঙ্গ ঠিকানা পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।