মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম পদচ্যূত

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১ | ৬:৪৮ অপরাহ্ণ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ | ৬:৪৮ অপরাহ্ণ
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম পদচ্যূত

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার ৩০ (নভেম্বর) ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সড়কে সংবর্ধনার জেরে সমালোচনার প্রেক্ষাপটে তাকে পদচ্যূত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সজীব আহমেদকে এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

২০১৮ সালের ৩১ জুলাই ইব্রাহীমকে সভাপতি ও সাইদুর রহমান হৃদয়কে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়েছিল।।

সম্পর্কিত পোস্ট