শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঢাকা ছেড়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ৩:২০ অপরাহ্ণ আপডেট: ১৬ মার্চ ২০২২ | ৩:২০ অপরাহ্ণ
ঢাকা ছেড়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। বুধবার (১৬ মার্চ) দুপুর ১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে রওনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাকে বিমানবন্দরে বিদায় জানান। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফ্লাইটটি দুপুর ১টায় ঢাকা ছেড়ে যায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সফরের শুরুতে বুধবার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনায় বসেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

বৈঠক শে‌ষে ড. মোমেন ও সাউদ শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে চু‌ক্তি ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের ম‌ধ্যে সহযোগিতা স্মারক সই ক‌রেন।

এরপর ভার্চুয়ালি কেরানীগঞ্জে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।

সম্পর্কিত পোস্ট