প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২ | ১২:৩৯ অপরাহ্ণ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ | ১২:৩৯ অপরাহ্ণ
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে রেজাউল করিম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোসেফ খান বলেন, রেজাউল করিম কারাগারে হাজতি হিসেবে ছিলেন। আজ সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তিনি কী মামলায় হাজতি হিসাবে ছিলেন সেটা জানি না। তার বাবার নাম মৃত হাজী লাল মিয়া।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে।