প্রকাশ: ৭ অক্টোবর ২০২১ | ১:৪৯ পূর্বাহ্ণ আপডেট: ৭ অক্টোবর ২০২১ | ১:৪৯ পূর্বাহ্ণ
ঢাকা ওয়াসার কেন্দ্রীয় অফিস থেকে গত সপ্তাহে বেশ কয়েকটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। সাপ উদ্ধারের ঘটনায় ওয়াসা ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার এক কর্মকর্তা জানিয়েছেন, গত এক সপ্তাহে ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও সচিবের কক্ষ থেকে তিনটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপগুলো মেরে ফেলা হয়েছে।
ওয়াসার জনসংযোগ কর্মকর্তা আব্দুল কাদের বলেন, ‘গত কয়েক দিনে কয়েকটি সাপ উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এগুলো এসেছে তা আমাদের জানা নেই। একেকজন একেক কথা বলছে। তবে আমরা আতঙ্কিত নই।’
ওয়াসার অন্য একটি সূত্র বলছে, সুসজ্জিত ভবনে কিভাবে এসব সাপ ঢুকেছে তা নিয়ে সবার মনে প্রশ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে, ওয়াসার কিছু কর্মীই এটি ঘটাতে পারেন।