ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউ কে (ডিইউএইউকে) ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) স্থানীয় সময় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সদস্যরা ও তাদের পরিবারের সদস্য এবং কমিউনিটির বিশেষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যালামনাইয়ের সভাপতি দেওয়ান গৌস সুলতান সবাইকে স্বাগত জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এতে দোয়া পরিচালনা করেন অ্যালামনাই সদস্য সলিসিটর ইমরান খান। তিনি উপস্থিত সবার এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এই ইফতার সমাবেশের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়ার জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীর অপর একটি সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের বেশ কয়েকজন সদস্য নিমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।