বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকায় শুরু হচ্ছে নিরাপদ ও টেকসই অবকাঠামোর আন্তর্জাতিক প্রদর্শনী

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ১১:৩৮ পূর্বাহ্ণ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ১১:৩৮ পূর্বাহ্ণ
ঢাকায় শুরু হচ্ছে নিরাপদ ও টেকসই অবকাঠামোর আন্তর্জাতিক প্রদর্শনী

ঢাকায় শুরু হচ্ছে অবকাঠামো বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘৭ম স্যাফকন ২০২২’। দেশের বৃহৎ এ প্রদর্শনী‌তে নিরাপদ ও টেকসই অবকাঠামো নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ এবং প্রযুক্তির সমাহার ঘটবে।

প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ‘পাওয়ার-জেন’। এর সঙ্গে ‘রিনিউঅ্যাবল এনার্জি শো’, ‘ওয়াটার ম্যানেজমেন্ট শো’ এবং ‘সেফ এইচভিএসিআর’ সংযুক্ত রয়েছে।

আ‌য়োজক প্রতিষ্ঠান স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থে‌কে এসব তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর রাজধানীর কুড়িল বিশ্ব রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি দেশ অংশগ্রহণ করবে। এতে অবকাঠামো নির্ভর প্রযুক্তির ওপর অনেকগুলো সেমিনার ও অধিবেশন থাকবে।

পাওয়ার সেল, স্রেডা, ইডকল, কোটরা, আশারি-বাংলাদেশ চ্যাপ্টার, গ্রিণ সোসাইটি অব ইন্ডিয়া, বিসিসিআই, বিসিএসএ, আইএসএইচআরএই, বিআরএএমএ, বাংলাদেশ গ্রিণ বিল্ডিং একাডেমি প্রদর্শনীর সহযোগী অংশীদার হিসেবে রয়েছে।

প্রদর্শনী ২০ থেকে ২২ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সম্পর্কিত পোস্ট