রবিবার, ৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ডিএমপির ৬ ইন্সপেক্টরের বদলি

প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ৭:০৭ অপরাহ্ণ আপডেট: ১৬ মার্চ ২০২২ | ৭:০৭ অপরাহ্ণ
ডিএমপির ৬ ইন্সপেক্টরের বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়, ডিএমপির কদমতলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইনকে যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন), সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক ফেরদৌস আলম সরকারকে কদমতলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন), গোয়েন্দা মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল কুদ্দুসকে হাতিরঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন), মিরপুর মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মেজবাহ উদ্দিনকে হাতিরঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত),।হাতিরঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন ফারুককে গোয়েন্দা মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো.মাহবুবুর রহমান সরকারকে মিরপুর মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট